English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

নিরাপত্তা নিশ্চিত করুন ডাকাতি হত্যা দস্যুতা বাড়ছে

- Advertisements -
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনজীবনে আতঙ্কের কারণ হয়ে উঠেছে। গুম, খুন, রাহাজানি, ডাকাতি, ছিনতাই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর পাশাপাশি মফস্বল শহর, এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন সন্ত্রাসীরা তৎপর। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান নিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দস্যুতার মামলা হয়েছিল ২১২টি।
চলতি বছর হয়েছে ২৩১টি। চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত দেশে তিন হাজার ৮০৪টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে ডিএমপিতে ৫১৪টি হত্যা মামলা হয়। চলতি বছরের জুলাই-নভেম্বর পর্যন্ত সারা দেশে হত্যা মামলা হয় দুই হাজার ২৭১টি।
চলতি বছরের নভেম্বরে রাজধানীতে ২৭টি ও অক্টোবরে ২১টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া সেপ্টেম্বর মাসে ৪৭টি খুনের ঘটনা ঘটে। গত সোমবার চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবোঝাই একটি কার্গো জাহাজ থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ। এ সময় আরো তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।
গত বৃহস্পতিবার কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ১৮ লাখ টাকা ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
দেশে খুন, ডাকাতি, দস্যুতা বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এসব আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। লেক, নদী বা খোলা মাঠ থেকে উদ্ধার হচ্ছে লাশ। যৌথ বাহিনীর বিশেষ অভিযান, র‌্যাব-পুলিশের তৎপরতাও কাজে আসছে না।এসব ঘটনা কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়। সমাজ কেন দিনে দিনে এভাবে ঘাতকদের অভয়াশ্রমে পরিণত হচ্ছে!
এ অবস্থা থেকে উত্তরণে এখনই ব্যবস্থা নিতে হবে। নাগরিকের জন্য নিরাপদ করতে হবে দেশকে। নিরাপত্তাবোধ নিশ্চিত করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের শাসনের ভেতর দিয়ে নিশ্চিত করতে হবে অপরাধীর যথোপযুক্ত শাস্তি। এ জন্য সবার আগে প্রয়োজন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আন্তরিকতা।
তারা আন্তরিক হলে অপরাধ দমন অনেক সহজ হয়ে যাবে। এর সঙ্গে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতন মানুুষের পাশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকলে অপরাধ দমন সহজ হবে। দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে বসবাস করতে পারবে—এমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেই আমরা মনে করি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন