গত বৃহস্পতিবার কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ১৮ লাখ টাকা ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
দেশে খুন, ডাকাতি, দস্যুতা বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এসব আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। লেক, নদী বা খোলা মাঠ থেকে উদ্ধার হচ্ছে লাশ। যৌথ বাহিনীর বিশেষ অভিযান, র্যাব-পুলিশের তৎপরতাও কাজে আসছে না।এসব ঘটনা কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়। সমাজ কেন দিনে দিনে এভাবে ঘাতকদের অভয়াশ্রমে পরিণত হচ্ছে!
এ অবস্থা থেকে উত্তরণে এখনই ব্যবস্থা নিতে হবে। নাগরিকের জন্য নিরাপদ করতে হবে দেশকে। নিরাপত্তাবোধ নিশ্চিত করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের শাসনের ভেতর দিয়ে নিশ্চিত করতে হবে অপরাধীর যথোপযুক্ত শাস্তি। এ জন্য সবার আগে প্রয়োজন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আন্তরিকতা।
তারা আন্তরিক হলে অপরাধ দমন অনেক সহজ হয়ে যাবে। এর সঙ্গে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতন মানুুষের পাশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকলে অপরাধ দমন সহজ হবে। দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে বসবাস করতে পারবে—এমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেই আমরা মনে করি।