দেশে বেহাল সড়কের উদাহরণ হিসেবে উত্তরায় বক্স গার্ডার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর ঘটনাটি উল্লেখ করা যেতে পারে। রাজধানীর উত্তরায় নিরাপত্তাবেষ্টনী তৈরি না করেই ভারী গার্ডার সরানোর সময় সেটি প্রাইভেট কারের ওপর পড়ে।
এতে পাঁচজন নিহত হন। কিন্তু এসব ঘটনা আমাদের কতটুকু সচেতন করেছে? এখনো দেখা যাবে অনেক প্রকল্পের কাজের এলাকা ঘিরে কোনো রকম নিরাপত্তাবেষ্টনী নেই। নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। কংক্রিটের স্ল্যাব থেকে লোহার রড বেরিয়ে রয়েছে। সড়কে বালুর স্তূপ ঢেকে রাখা হয়নি।
এ অবস্থা থেকে মুক্তির উপায় কী? সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই তো এ ব্যাপারে জরুরি উদ্যোগ নিতে হবে। বর্ষা আসছে। দ্রুত সড়ক সংস্কার করতে হবে। নষ্ট হয়ে যাওয়া সড়ক-মহাসড়ক অবিলম্বে মেরামতের জন্য কাজ শুরু করতে হবে।
তবে সবার আগে প্রয়োজন সঠিক পরিকল্পনা। বিশেষ করে মহাসড়কে যেকোনো সংস্কারকাজ শুরু করার আগে পাশে বিকল্প সড়ক নির্মাণের বিষয়টি চিন্তা করতে হবে, যাতে কোনো অংশে ওয়ানওয়ে হয়ে গেলেও বিকল্প পথে যানবাহন চলাচল করতে পারে।
দেশের সব সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে—এটাই আমাদের প্রত্যাশা।