English

22 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
- Advertisement -

দ্রুত সংস্কার করুন: গণতান্ত্রিক রূপান্তরে ঐক্য প্রয়োজন

- Advertisements -
বাংলাদেশের রাজনীতি এক চরম দুঃসময় পার করে এসেছে। অর্থ আর পেশিশক্তির ক্রমবর্ধমান প্রভাবে রাজনীতির আদর্শ, জনকল্যাণ, আত্মত্যাগ ও নৈতিকতা দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। রাজনীতি একসময় হয়ে ওঠে বিত্তবৈভব অর্জনের হাতিয়ার। সমষ্টির কল্যাণের চেয়ে ব্যক্তির উদরপূর্তিই যেন রাজনীতির ধারা হয়ে ওঠে।
আমরা জানি, আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন ও দেশের উন্নয়ন হাত ধরাধরি করে চলে। আদর্শচ্যুত রাজনীতি সমাজ বা রাষ্ট্রকে কিছু দেয় না। নেতৃত্ব অযোগ্য, অদক্ষ হলে সৃষ্টি হয় নৈরাজ্য। বাংলাদেশ তার উদাহরণ।
গণতন্ত্র চর্চাহীনতার সুযোগে সুযোগসন্ধানীরা দলে ঢুকে পড়ে। স্বজনপ্রীতি আর প্রশ্রয়নির্ভর রাজনীতিতে থাকে না জবাবদিহির বালাই। এ দেশের মানুষ চিরকাল স্বপ্ন দেখেছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সুশাসন, বৈষম্যহীন সমাজ, সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা আর ন্যায্যতা প্রতিষ্ঠার। কিন্তু বারবার আশাহত হয়েছে।
ছাত্র-জনতার রক্তঝরা অভ্যুত্থানে একটি পরিবর্তন আসে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের কাছে সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। রাষ্ট্রযন্ত্র সংস্কার করে উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত রচনা করবে সরকার—এটাই সবার চাওয়া।
সরকার এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে।বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন সংস্কার প্রস্তাব দেবে। একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশ নতুন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাবে, এটাই সবার চাওয়া। সেই লক্ষ্যে সংস্কার কত দূর সম্পন্ন হলো—এ বিষয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শিরোনামে দুই দিনব্যাপী সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।
সংলাপের প্রথম দিনে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী ও সুধীসমাজের প্রতিনিধিরা এই মত দিয়েছেন যে দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জাতীয় ঐকমত্য প্রয়োজন। সংলাপে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে সংস্কার প্রয়োজন। আবার নির্বাচনেও যেতে হবে। বৈষম্য দূর করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে।
সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনে যেতে চাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার বিশাল ব্যাপার। একটি অন্তর্বর্তী সরকারের পক্ষে সব কিছু সংস্কার করা সম্ভব নয়।
এটি অনস্বীকার্য যে দেশে একটি পরিবর্তন দরকার। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতির গুণগত মানের ওপর নির্ভর করে রাষ্ট্রের উন্নতি বা অবনতি। আদর্শ ও বলিষ্ঠ নেতৃত্ব রাষ্ট্রকে উত্তরণে সহায়ক ভূমিকা পালন করে। অসুস্থ রাজনীতি থেকে মুক্তি না ঘটলে সবাইকে সামনে আরো বড় মূল্য দিতে হবে।
সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সুস্থ গণতন্ত্রের পূর্বশর্ত। প্রত্যেকে নিজের কাজের প্রতি যত্নশীল হলে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। সংস্কারের মধ্য দিয়ে রাজনীতি পরিশুদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন