বিশেষজ্ঞদের মতে, দেশে বর্তমানে কিডনি রোগীর সংখ্যা প্রায় তিন কোটি ৮০ লাখ।
এর মধ্যে ৪০ হাজার রোগী ডায়ালিসিসের ওপর নির্ভরশীল। বর্তমানে সরকারি হাসপাতালে একবার ডায়ালিসিসের জন্য রোগীকে দিতে হয় ৪৮৬ টাকা। অনেক বেসরকারি হাসপাতালে একবার ডায়ালিসিস সেবা নিতে খরচ হয় তিন হাজার টাকার মতো। নামি-দামি হাসপাতালে খরচ আরো বেশি।
কারো কারো সপ্তাহে দু-তিনবারও ডায়ালিসিস করাতে হয়। দরিদ্র রোগীদের পক্ষে এই ব্যয় নির্বাহ করা প্রায় অসম্ভব। অথচ ডায়ালিসিস নিয়মিত না হলে রোগীর মৃত্যুঝুঁকি বেড়ে যায়। এ থেকে কিডনি রোগীদের রক্ষায় কিডনি প্রতিস্থাপনের আইনি ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি। তা ছাড়া দুর্ঘটনাজনিত কারণে মৃত রোগীদের কিডনি ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করা প্রয়োজন।
কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় লোকবল, রক্তের টাইপিং, টিস্যু টাইপিং-ক্রসম্যাচ যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। আমরা মনে করি, সারা দেশের সরকারি সব মেডিক্যাল কলেজ হাসপাতালে এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি প্রাথমিক অবস্থায় কিডনি রোগ নির্ণয়ে আরো বেশি জোর দিতে হবে।