বকশীগঞ্জ থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেটা দেখে আসামিদের শনাক্ত করার এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাংবাদিক নাদিমের মৃত্যুতে বকশীগঞ্জ প্রেস ক্লাবে এবং জামালপুর প্রেস ক্লাবে পৃথক প্রতিবাদ সমাবেশ হয়েছে। নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
আমরা আশা করি, সাংবাদিক নাদিমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং এর পেছনের পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করা হবে। আমরা নাদিম হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।