আর ভাইরাল ডায়রিয়াজনিত কারণে ভর্তি হয় দুই হাজার ২১১ জন। চিকিৎসকরা বলছেন, ৫ শতাংশ রোগীর ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীই প্রায় ৮০ শতাংশ।শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র শ্রেণির মানুষ। অনেকেরই থাকার ভালো ঘর নেই। ভাঙা বেড়ার ঘরে শীতের কনকনে বাতাস ঢুকে পড়ে। গরম জামাকাপড়েরও অভাব রয়েছে। সেই সঙ্গে আছে পুষ্টির অভাব ও রক্তাল্পতা।তাদের রক্ষায় গরম কাপড় বিতরণের মতো তাত্ক্ষণিক কিছু উদ্যোগ নেওয়া জরুরি। হাসপাতালগুলোতে শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। একই সঙ্গে নাগরিকদেরও সচেতন হতে হবে। শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে।