দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের দাবি জানিয়েছে এলাকাবাসী। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ভাঙন চললেও তা রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। পাউবো সূত্রে জানা যায়, ভাঙনকবলিত ৯০০ মিটার এলাকায় অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে তীর প্রতিরক্ষার এই কাজের জন্য ৯ কোটি ৮০ লাখ টাকার একটি প্রস্তাব মহাপরিচালকের দপ্তরের মাধ্যমে অর্থ পরিদপ্তরে পাঠানো হয়েছে। অর্থ পাওয়া গেলেই কাজ শুরু করা হবে। এ ছাড়া পাঁচ কিলোমিটার স্থায়ী বাঁধের জন্যও কাগজপত্র জমা দেওয়া আছে, কিন্তু এর আগেই বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে যাবে কি না, তা-ই বা কে জানে!
বিশেষজ্ঞরা মনে করেন, নদীগুলো ভরাট হয়ে যাওয়াই বন্যা ও নদীভাঙন বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ। কাজেই এ সমস্যার টেকসই সমাধানের জন্য আমাদের নদীগুলো খনন করার বিকল্প নেই, কিন্তু সেটি অত্যন্ত ব্যয়সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদি বিষয়। এর আগে সানন্দবাড়ী এলাকাটিকে অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।