চিকিৎসক তৈরির মতো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়ে রাষ্ট্রকে আরো উদ্যোগী ও কঠোর হতে হবে। অভিযোগ আছে, অনেক বেসরকারি মেডিক্যাল কলেজে মানসম্পন্ন শিক্ষক নেই। উপযুক্ত অবকাঠামো নেই।
শ্রেণিকক্ষের স্বল্পতা রয়েছে। আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। মানসম্পন্ন ল্যাব ও গ্রন্থাগার নেই। তাহলে সেখানে একজন শিক্ষার্থী উপযুক্ত শিক্ষা কিভাবে পাবে? অভিযোগ আছে, চিকিৎসাসংক্রান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রেও।
এমনকি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও এমন অনেক অভিযোগ রয়েছে। বলা হয়ে থাকে, নামকরা অধ্যাপকরা প্রাইভেট প্র্যাকটিস ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে এত বেশি সময় ব্যয় করেন যে শিক্ষার্থীদের সময় প্রায় দিতেই পারেন না।
ছয়টি বেসরকারি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়। আমরা চাই, সরকারি ও বেসরকারি উভয় মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক। পাশাপাশি, শিক্ষার মান উন্নয়নে নিয়মিত পর্যবেক্ষণ ও তার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।