English

20 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

কারণ অনুসন্ধান করুন: তিন বছরের প্রকল্প ৯ বছরে

- Advertisements -
নতুন নতুন প্রকল্প গ্রহণে সরকারি কর্মকর্তাদের আগ্রহ ও উৎসাহের কোনো ঘাটতি নেই। কিন্তু সমস্যা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন নিয়ে। দেখা যায়, তিন বছরের প্রকল্প ১০ বছরেও শেষ হতে চায় না। বারবার প্রকল্পের মেয়াদ বাড়ে, সঙ্গে ব্যয়ও বাড়ে।
আর দুর্জনেরা বলে, সেই সঙ্গে প্রকল্পসংশ্লিষ্টদের লাভের পাল্লাও ভারী হতে থাকে। আর তাতে ক্ষতি হতে থাকে রাষ্ট্রের। জনগণের অর্থের অপচয় বাড়ে, সঙ্গে বাড়ে যাদের জন্য প্রকল্প তাদের ক্ষতি। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সিলেটের শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্পের কাজ সাড়ে তিন বছরে শেষ হওয়ার কথা ছিল।
বাস্তবে সাড়ে আট বছরেও সেই কাজ শেষ হয়নি। পঞ্চম দফায় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আরো ১৮ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যদিও কাজের পরিমাণ বাড়েনি। স্বাভাবিকভাবেই এই প্রস্তাবে আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন।
এ ছাড়া বস্ত্র অধিদপ্তরের প্রকল্পটিতে নানা খাতে ব্যয় বাড়ানোর প্রস্তাব নিয়েও উঠেছে আপত্তি।জানা যায়, মূল প্রকল্প প্রস্তাবে ব্যয় ধরা হয়েছিল ১১০ কোটি ৩৬ লাখ টাকা। মেয়াদ ধরা হয়েছিল ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। সেই সময়ে কাজ শেষ না হওয়ায় এক বছর মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২১ সালের জুন পর্যন্ত। তাতেও কাজ শেষ হয়নি।
আবার মেয়াদ বাড়ানো হয় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। চতুর্থ দফায় মেয়াদ বাড়ানো হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। পঞ্চম দফায় মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে ব্যয় বেড়ে হয়েছিল ১৩০ কোটি ৯৬ লাখ টাকা।
পুনরায় ব্যয় ১৮ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাতে মোট ব্যয় দাঁড়াবে ১৪৯ কোটি টাকা। প্রকল্প পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়েছে মাত্র ৭৬ শতাংশ।

প্রকল্প সময়মতো সম্পন্ন হলে অর্থাৎ ২০২০ সালে সম্পন্ন হলে এ পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা লাভের সুযোগ পেত। সেটি না হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে, তাকে কোনো অর্থমূল্য দিয়ে প্রকাশ করা যাবে কি?

আমরা মনে করি, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রস্তাবটি পরিকল্পনা কমিশন যথাযথভাবে বিশ্লেষণ করবে। সাড়ে তিন বছরের প্রকল্প কেন ৯ বছরে গড়াল, সেখানে প্রকল্পসংশ্লিষ্টদের কোনো অবহেলা, গাফিলতি ছিল কি না কিংবা কোনো দুরভিসন্ধি কাজ করেছে কি না—সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বার্তা দিতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন