প্রকল্প সময়মতো সম্পন্ন হলে অর্থাৎ ২০২০ সালে সম্পন্ন হলে এ পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা লাভের সুযোগ পেত। সেটি না হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে, তাকে কোনো অর্থমূল্য দিয়ে প্রকাশ করা যাবে কি?
আমরা মনে করি, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রস্তাবটি পরিকল্পনা কমিশন যথাযথভাবে বিশ্লেষণ করবে। সাড়ে তিন বছরের প্রকল্প কেন ৯ বছরে গড়াল, সেখানে প্রকল্পসংশ্লিষ্টদের কোনো অবহেলা, গাফিলতি ছিল কি না কিংবা কোনো দুরভিসন্ধি কাজ করেছে কি না—সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বার্তা দিতে হবে।