English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড: আতশবাজি কারখানায় বিস্ফোরণ

- Advertisements -

এবার আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটল ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে। গত বুধবার ভোরে একটি অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন এসে ধ্বংসস্তূপ থেকে দুই নারীর দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে।

বিস্ফোরণে বিধ্বস্ত বাড়িটির ইট, কাঠ, আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ঘরের টিন দুমড়ে-মুচড়ে পাশেই বাঁশঝাড়ের ওপরে ও ধানক্ষেতে গিয়ে পড়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ওই গ্রামের প্রায় ১০টি ঘর থেকে আতশবাজি তৈরির সরঞ্জাম ছাড়াও ২০ বস্তা পটকা উদ্ধার করে। ঘটনার পরপরই ওই বাড়ির মালিক ও গ্রামের অনেকেই গাঢাকা দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, নিজের বসতঘরের পাশেই একটি কক্ষে কারখানা বানিয়ে সেখানে প্রায় ১০ বছর ধরে আতশবাজি তৈরি করে আসছিলেন গ্রামেরই একজন। ওই কারখানায় শতাধিক শ্রমিক পালাক্রমে কাজ করতেন।

কেন ঘটছে একের পর এক এমন ভয়াবহ অগ্নিকাণ্ড? ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামের আতশবাজির কারখানায় বিস্ফোরণের পর অনেক প্রশ্ন সামনে চলে এসেছে। কারখানা মালিকের ব্যক্তিগত উদাসীনতা কি এই দুর্ঘটনার জন্য দায়ী? কারখানায় যেসব সাবধানতা ও প্রতিরোধব্যবস্থা থাকার কথা, তা কি ছিল?

আমরা একটু অতীতের দিকে তাকাই। ২০১০ সালের ৩ জুন নিমতলীতে ভয়াবহ আগুনে মারা যায় ১২৫ জন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টার ওয়াহিদ ম্যানশনে রাসায়নিকের গুদামে বিস্ফোরণে লাগা আগুনে পুড়ে মারা যায় ৭১ জন। ওই বিস্ফোরণের কারণ ছিল রাসায়নিক দ্রব্য। একইভাবে নিমতলীর আগুনের কারণও ছিল রাসায়নিক দ্রব্য।

ঘনবসতিপূর্ণ এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হতে খুব বেশি সময় লাগেনি সেদিন। ভয়াবহ সেই দুর্ঘটনা থেকে যথেষ্ট শিক্ষা নেওয়ার ছিল। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে কী করে আতশবাজির কারখানা হয়? এই কারখানা যে বৈধ ছিল না প্রকাশিত খবরে তা উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, বছরের পর বছর গ্রামটিতে এ ধরনের অবৈধ কারখানা চলেছে কী করে? আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ কী করেছে?

প্রশ্ন হচ্ছে, আমরা আর কবে সচেতন হব? আর কত প্রাণ গেলে আমাদের চৈতন্যোদয় ঘটবে? বাণিজ্যের কাছে আর কত দিন জীবন মূল্যহীন হয়ে থাকবে।

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন