পটুয়াখালীর ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কুয়াকাটা ও কাঁঠালতলীর ২০ শয্যার দুটি হাসপাতালের জন্য অনুমোদিত চিকিৎসকের পদ আছে ২০১টি। তার বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯৮ জন। অর্থাৎ অর্ধেকেরও কম। কাছাকাছি অবস্থা বিভাগের অন্যান্য উপজেলা হেলথ কমপ্লেক্সেরও। এ অবস্থায় কেবল হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে খুব একটা লাভ হবে কি? শয্যাসংখ্যার পাশাপাশি চিকিৎসক ও অন্যান্য লোকবল বাড়াতে হবে। রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হবে।
শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলোর সমন্বিত পরিকল্পনা, তদারকি ও ব্যবস্থাপনার মান উন্নয়নের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমরা আশা করি, সরকার সেভাবেই স্বাস্থ্যসেবার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবে।