English

29 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫
- Advertisement -

সহযোগিতা আরো বিস্তৃত হোক: সমুদ্র পরিবহনে বিমসটেকের চুক্তি

- Advertisements -

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে গতকাল শুক্রবার সমাপ্ত হয়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী সাতটি দেশের জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এর আগে বৃহস্পতিবার বিমসটেকের মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে বঙ্গোপসাগরে বাণিজ্য ও ভ্রমণ সম্প্রসারণের লক্ষ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করেছে সদস্য দেশগুলো। এর ফলে সাত দেশের মধ্যে সমুদ্র পরিবহনের ক্ষেত্রে সহযোগিতার এক নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন আঞ্চলিক বিশেষজ্ঞরা।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।

অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে ব্যাঙ্কক ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিমসটেক। ২৮ বছরে প্রত্যাশিত অগ্রগতি না হলেও ক্রমেই জোরদার হচ্ছে পারস্পরিক সহযোগিতা। অতীতে সাতটি দেশের মধ্যে বিদ্যুতের গ্রিড কানেক্টিভিটি প্রতিষ্ঠা এবং ফৌজদারি ও আইনি বিষয়ে পারস্পরিক সহযোগিতাসহ আরো কিছু এমওইউ স্বাক্ষরিত হয়েছে। গ্রিড কানেক্টিভিটির অগ্রগতি হলে শুধু সাতটি দেশই নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সহযোগিতার এক নতুন ক্ষেত্র তৈরি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিমসটেক সচিবালয় বলেছে, পণ্যবাহী জাহাজ চলাচল ত্বরান্বিত করার পাশাপাশি বাণিজ্য ও ভ্রমণ বাড়ানোর মাধ্যমে বঙ্গোপসাগরে সামুদ্রিক পরিবহনকে বিস্তৃত করাই বর্তমান চুক্তির উদ্দেশ্য। ষষ্ঠ শীর্ষ সম্মেলনের মাধ্যমে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। বিমসটেকের সচিবালয়ও ঢাকায়। পরবর্তী সভাপতি হিসেবে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি বাস্তবায়ন কাজের সূচনাও করতে হবে বাংলাদেশকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকের বক্তব্যে সামষ্টিক শান্তি, অগ্রগতি ও প্রগতি নিশ্চিতের জন্য বিমসটেকের অভিন্ন অভীষ্টের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে ‘বাস্তবিক ও ফলদায়ক’ সহযোগিতার ওপরও গুরুত্ব আরোপ করেছেন। মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ১২ লাখ মানুষের আশ্রয় নেওয়ার বিষয়টি বৈঠকে তুলে ধরেন তৌহিদ হোসেন এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী বৈঠক বা ২১তম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন