প্রকাশিত খবর থেকে জানা যায়, গত দুই সপ্তাহে বস্তাপ্রতি (৫২ কেজি) দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এরপর বোরো ধান ওঠার জন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। সেই সময় পর্যন্ত চালের দাম কি এভাবে বাড়তেই থাকবে? তা কি সাধারণ মানুষের কাছে সহনীয় থাকবে?
দরিদ্র মানুষ ভাতের জোগান থাকলে লবণ-মরিচ দিয়েও দু-এক বেলা পার করে দিতে পারে, কিন্তু চালের আকাল হলে তাদের সামনে কোনো পথ খোলা থাকে না। পরিবার-পরিজন নিয়ে উপোস করতে হয়।
বাজার মনিটরিংয়ে আরো জোর দিতে হবে।আমরা মনে করি, বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি আরো বাড়াতে হবে। সিন্ডিকেট ও মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। টিসিবির ট্রাক সেল ও ওপেন মার্কেট সেলের (ওএমএস) মতো সরাসরি ভোক্তার হাতে চাল পৌঁছে দেওয়ার অন্যান্য কর্মসূচি চালু করতে হবে। যেকোনো ধরনের কারসাজির বিরুদ্ধে কঠোর হতে হবে।