প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ ছয় বছরেই কেবল ৮০৫টি উন্নয়ন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন না করেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কোনো কোনোটির অগ্রগতি ছিল ২৫ শতাংশেরও কম। এসব প্রকল্প থেকে লক্ষ্য জনগোষ্ঠীও কাঙ্ক্ষিত সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে এসংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে।এতে পতিত আওয়ামী লীগ সরকার আমলের ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ছয়টি অর্থবছরের মধ্যে শেষ করা প্রকল্প পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কাজ শেষ না করেই প্রকল্পের সমাপ্তি ঘোষণার পেছনে যেসব কারণ জড়িত, তার মধ্যে রয়েছে যেনতেনভাবে প্রকল্প হাতে নেওয়া, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়া, সাবেক এমপিদের চাহিদা পূরণে প্রকল্প নেওয়া এবং সম্ভাব্যতা সমীক্ষা না করেই প্রকল্প গ্রহণসহ আরো কিছু কারণ। এতে সময় ও অর্থের যেমন অপচয় হয়েছে, তেমনি এসব প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য পূরণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘প্রথম দিকে দেখা যায়, অনেক সময় তড়িঘড়ি করে প্রকল্প নেওয়া হয়।
আইএমইডির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপির আওতায় মোট ৩২৫টি প্রকল্প শেষ করার লক্ষ্য ছিল। বাস্তবায়িত হয় ২৭৭টি এবং লক্ষ্যের বাইরে থেকে যায় ২৪টি প্রকল্প। এগুলোর মধ্যে শতভাগ কাজ শেষ না করেই বিভিন্ন পর্যায়ে সমাপ্ত ঘোষণা করা হয় ১২৯টি প্রকল্প।
আমরা চাই, রাষ্ট্রীয় অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হোক। প্রকল্পের সম্পূর্ণ ও মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।