English

22 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
- Advertisement -

সব চক্র খুঁজে বের করুন: ভেজাল ওষুধের ছড়াছড়ি

- Advertisements -
জীবন বাঁচায় যে ওষুধ, সে ওষুধই অনেক ক্ষেত্রে জীবনহানির কারণ হচ্ছে। কেড়ে নিচ্ছে জীবন। ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধে বাজার সয়লাব। বিক্রি হচ্ছে ওষুধের দোকানে।
নামিদামি ওষুধ কম্পানির জনপ্রিয় ওষুধও নকল করে বাজারজাত করছে একটি চক্র। এ ভয়ংকর প্রবণতা রোধ করা যাচ্ছে না কিছুতেই।
প্রকাশিত খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জি-পেথিডিন ইনজেকশন সাত থেকে আট বছর ধরে নকল করে বাজারজাত করে আসছিল একটি চক্র। প্রচলিত জি-ডায়াজিপাম নামের ঘুমের ইনজেকশনকে ঘরোয়াভাবে নকল করে ব্যথানাশক জি-পেথিডিন ইনজেকশন হিসেবে চালানো হতো।
গত মঙ্গলবার এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে জি-ডায়াজিপাম নামের ঘুমের ইনজেকশন প্রতিটি আট টাকায় কিনে বাসায় নিয়ে যান।
পরে সেখানে ইনজেকশন অ্যাম্পুলকে এসিড দিয়ে ভিজিয়ে রেখে গায়ের লেখা তুলে বিশেষভাবে তৈরি করা স্ক্রিন প্রিন্ট করার ফ্রেম দিয়ে ‘জি-পেথিডিন’ ইনজেকশনের নামে নামকরণ করা হয়।
পরে এসব অ্যাম্পুল প্লাস্টিকের ট্রেতে পাঁচটি করে সাজিয়ে হাতে চালানো চাপ মেশিন দিয়ে জি-পেথিডিনের ব্যথানাশক ফয়েল পেপার সংযুক্ত করা হয়।
আর এসব নকল জি-পেথিডিনের প্রতিটি ৬০০ টাকা মূল্যে বাজারজাত করা হয়। রাজধানীর অনেক খ্যাতনামা হাসপাতালের নিচের বিভিন্ন ফার্মেসিতে এসব ওষুধ ব্যবহার করা হয়।
এর আগেও নকল-ভেজাল ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়েছে। নকল ওষুধের কারখানা আবিষ্কার করা হয়েছে। নকল প্যারাসিটামলসহ অন্যান্য ওষুধ সেবনে শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে দেশে।
কিন্তু বন্ধ হয়নি নকল ওষুধ তৈরি ও তা বাজারজাত করার প্রবণতা। নকল ও ভেজাল ওষুধের কারবারিরা ধরা পড়ছে, আবিষ্কার হচ্ছে নতুন নতুন ভেজাল ওষুধের কারখানা, কিন্তু ভেজাল ওষুধ তৈরি তো বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না এই প্রতারকচক্রের অবৈধ ব্যবসা।
অনেক ওষুধ ব্যবসায়ী দাদনের মতো করে ওষুধ প্রস্তুতকারী কম্পানিকে আগাম টাকা দিয়ে ভেজাল ওষুধ তৈরি করেন।
এর আগে অনেক ট্যাবলেট, ক্যাপসুল পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোর ভেতরে সাধারণ আটা-ময়দা ছাড়া কিছুই নেই। সিরাপের মধ্যে আছে শুধু রং। ফলে ওষুধ সেবন করে সুস্থ হওয়ার পরিবর্তে মানুষ আরো বেশি করে অসুস্থ হচ্ছে।
বাংলাদেশে নকল ও ভেজাল ওষুধ কী পরিমাণে তৈরি হয়, তার কোনো নির্দিষ্ট তথ্য সম্ভবত নেই। নানা ধরনের সিরাপ, ট্যাবলেট ও ক্যাপসুল নকল হচ্ছে। এর পাশাপাশি আছে নিম্নমানের ওষুধ তৈরির কারবার। সরল বিশ্বাসে ওষুধ কিনে প্রতারিত হন ক্রেতা।
বাজারে ভেজাল ও মানহীন ওষুধের ছড়াছড়ি—সংবাদপত্রে এমন খবর প্রায়ই থাকে। যেকোনো মূল্যে নকল ওষুধ তৈরি ও বাজারজাত করা বন্ধ করতে হবে। ভেজাল ওষুধ উৎপাদক ও বাজারজাতকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন