অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সহায়তার জন্য যেসব শর্ত দেওয়া হবে, সেগুলো যেন বাস্তবায়নযোগ্য হয়—এমন অনুরোধ করা হয়েছে সংস্থাটিকে। তিনি আশা প্রকাশ করেছেন, দেশের বিদ্যমান অবস্থায় বিশ্বব্যাংক এমন কোনো শর্ত দেবে না, যা বাস্তবায়ন অযোগ্য।
পৃথিবীতে যত দেশের উন্নয়নে বিশ্বব্যাংক সহযোগিতার হাত বাড়িয়েছে তার মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ, যারা অর্থনীতি ও সামাজিক সূচকে অভূতপূর্ব উন্নতি সাধন করতে পেরেছে। দ্বিতীয়ত, বিশ্বব্যাংকের ঋণ ব্যবহার করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সফলতা দেখানো এবং সেই ঋণ নিয়মিত পরিশোধে বাংলাদেশ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশ্বব্যাংক থেকে সর্বোচ্চ সেই পরিমাণ ঋণ নেওয়া প্রয়োজন, যা নিলে বাংলাদেশ কোনো অবস্থায়ই বিশ্বব্যাংকের ঋণের খপ্পরে পড়বে না এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পথে কোনো অন্তরায় হবে না।