এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২টি পাঠ্যবই ছাপার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই কার্যাদেশ ও চুক্তিপত্র শেষে এই সপ্তাহে ছাপার কাজ শুরু হয়েছে।
এই বইয়ের সংখ্যা প্রায় ১২ কোটি। গত ১০ ও ১১ ডিসেম্বর চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণির বই ছাপার কার্যাদেশ দেওয়া হলেও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রেস মালিকদের সঙ্গে এখনো চুক্তি সম্পন্ন হয়নি। ফলে এই তিন শ্রেণির বই ছাপার কাজ শুরু হয়নি। আর নবম ও দশম শ্রেণির বইয়ের কার্যাদেশই এখনো দেওয়া হয়নি।
দরপত্রের শর্ত অনুযায়ী, এ বছর চুক্তির পর বই ছাপার কাজ শেষ করতে সময় দেওয়া হয়েছে মাত্র ৪০ দিন, যাকে অপর্যাপ্ত বলে মনে করছেন মুদ্রণসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া বাজারে কাগজেরও সংকট রয়েছে।
বছরের প্রথম দিনে বই উৎসবের সেই ধারা একইভাবে ধরে রাখা হয়তো এবার সম্ভব হবে না। আমরা মনে করি, দ্রুততম সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।