সারা দেশে ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯ হাজার ৫৭২টি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৫০ জনের বেশি শিক্ষার্থী আছে এমন প্রাথমিক বিদ্যালয়গুলো একজন করে সহকারী প্রধান শিক্ষক পাবে। এসব পদে পদোন্নতি পাবেন কেবল বিদ্যমান সহকারী শিক্ষকরাই। সহকারী প্রধান শিক্ষক পদে সরাসরি কোনো নিয়োগ দেওয়া হবে না।
জানা যায়, পর্যায়ক্রমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েই সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
প্রতিনিয়ত গণমাধ্যমে প্রাথমিক শিক্ষার দুরবস্থার অসংখ্য চিত্র উঠে আসছে। উঠে আসছে অসংগতিরও নানা চিত্র। শুধু শিক্ষকের সংকট নয়, অনেক স্কুলে শিক্ষার পরিবেশও নেই। অনেক স্কুলে মাঠ নেই। অনেক স্কুলের মাঠে হাটবাজার বসে। বহু স্কুলের পাশেই রয়েছে ইটভাটা। কালো ধোঁয়ার মধ্যে কাশতে কাশতে শিক্ষার্থীরা ক্লাস করে। এসব সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে পর্যায়ক্রমে উদ্যোগী হতে হবে। শিক্ষকদের সমস্যাগুলোও দেখতে হবে। আমরা চাই, প্রাথমিক শিক্ষাকে আনন্দময় ও যুগোপযোগী করে তোলা হোক।