এখন চলছে চূড়ান্ত পর্যায়ের কিছু কাজ। আশা করা হচ্ছে, আগামী ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হবে এবং এর পরের দিন অর্থাৎ ২ ডিসেম্বর প্রতিবেদনের বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।
আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও দুর্নীতিতে দেশের অর্থনীতির চরম বিপর্যস্ত অবস্থা হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা সরকারের সচিব, ব্যবসায়ী, নাগরিকসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তিন মাস আলোচনা, পর্যালোচনা, তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর এসংক্রান্ত প্রতিবেদনটি তৈরি করেছেন।