চালু হওয়া নতুন পথে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা এবং সাড়ে তিন ঘণ্টায় বেনাপোল পৌঁছা যাবে। দূরত্ব কমে আসায় যাত্রীদের ভাড়াও কমে আসবে। আগে ঢাকা-খুলনা-ঢাকা রুটে একজন যাত্রীকে একক যাত্রায় ভাড়া দিতে হতো শোভন চেয়ারে ৬৩০ টাকা এবং স্নিগ্ধা শ্রেণিতে এক হাজার ২০৮ টাকা। বর্তমানে একই গন্তব্যে যেতে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে শোভন চেয়ারে ৪৪৫ টাকা এবং স্নিগ্ধা শ্রেণিতে ৮৫১ টাকা অর্থাৎ শ্রেণিভেদে একই গন্তব্যে ভাড়া কমছে যথাক্রমে ১৮৫ ও ৩৫৭ টাকা।
পরিবেশবান্ধব গণপরিবহন হিসেবে রেলপথ ক্রমেই জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পুনরুজ্জীবন ঘটাতে হবে। সারা দেশ রেল নেটওয়ার্কে যুক্ত হোক। গতি ফিরুক রেলওয়ের।