দেশের রাজনৈতিক ক্ষমতাচর্চার অন্যতম শিকার নদ-নদী ও খাল। এ ক্ষেত্রে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের লোকদের মিলেমিশে ভাগজোখ করার ঘটনা আমরা দেখতে পাই। যেমন বগুড়ার ধুনটে যমুনা নদীর বালু লুটের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা।
রাজনৈতিক বিরোধ থাকলেও দুই দলের নেতা-কর্মীদের মধ্যে এই জায়গায় বড় মিল দেখা যাচ্ছে। ফলে বালু লুটের ব্যবসা সেখানে চরমভাবে গেড়ে বসেছে। যমুনা নদীর যে সর্বনাশ ঘটছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন না হয়ে পারি না।