গত শনিবার ভোরে পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগের একটি কেমিক্যাল গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একাধিক কর্মী জানিয়েছেন, চকবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানেই অপরিকল্পিতভাবে স্টক আকারে কেমিক্যাল এবং অন্য দ্রব্যাদি স্তূপ করে রাখা হয়েছে।
এই আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ একটি অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
এখানে বিদ্যুতের দুটি ট্রান্সফরমার রয়েছে। এগুলো যদি বিস্ফোরণ হতো, তাহলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারত।
আমরা চাই না, এ ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটুক। তাই যেসব কারণে আগুন লাগে, তা ভালোভাবে নজরদারি করতে হবে। সাধারণত বড় আগুন লাগার অনেক কারণ আছে।
বিশেষ করে একটি ভবনের নকশা অগ্নিনিরাপত্তা মেনে করা হয়েছে কি না, আগুন নেভানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে কি না, সেই সঙ্গে কেমিক্যাল মজুদ বা কারখানার লাইসেন্স দেওয়ার সময় পর্যাপ্ত নজরদারি ছিল কি না, সেগুলো নিয়মিত তদারকি করার নিয়ম সরকারি সংস্থাগুলোর। তাদের সেই দায়িত্ব পালন করতে হবে।
বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাদের ভেবে দেখতে হবে, বাণিজ্যের কাছে জীবন যেন মূল্যহীন হয়ে না পড়ে।