English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

মোকাবেলায় পদক্ষেপ জরুরি: মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে

- Advertisements -
২০১৮ সালের নভেম্বর মাসে পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছিল। এরপর কেটে গেছে চার বছরের বেশি সময়। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চার বছরে চাল, ডাল, আটা, ভোজ্য তেল, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ১৩৭ শতাংশ। শুধু খাদ্যপণ্য নয়, জামা-কাপড়, ওষুধপত্র, গৃহস্থালি সামগ্রীসহ প্রতিটি জিনিসের দাম বেড়েছে। যাতায়াতের খরচও বেড়েছে। ক্রয়ক্ষমতার দিক থেকে বিবেচনা করলে এ সময়ে শ্রমিকদের প্রকৃত মজুরি অর্ধেকের নিচে নেমে গেছে।এই বেতনে শ্রমিকদের পক্ষে এখন সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। তাই দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করতে সরকার ও মালিকপক্ষের কাছে আবেদন জানিয়েছেন পোশাক খাতের শ্রমিকরা।  প্রকাশিত খবর থেকে জানা যায়, শ্রম মন্ত্রণালয়ও নতুন মজুরি বোর্ড গঠনের প্রয়োজনীয়তা স্বীকার করে বোর্ড গঠনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।
Advertisements

শ্রম আইন অনুযায়ী, পাঁচ বছর পর পর মজুরি বাড়ানোর নিয়ম রয়েছে। সে অনুযায়ী পাঁচ বছর পূর্ণ হবে এ বছরের নভেম্বর মাসে। তবে বিশেষ পরিস্থিতিতে তিন থেকে পাঁচ বছরের মধ্যে মজুরি পুনর্নির্ধারণ করতে পারে সরকার। তারই ভিত্তিতে সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে। কিন্তু ভিন্ন কথা বলছেন তৈরি পোশাক কারখানার মালিকরা। তাঁরা বলছেন, বিশ্ববাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এবং উৎপাদন সক্ষমতার তুলনায় কার্যাদেশ কম হওয়ায় তাঁরা কিছুটা বিপাকে আছেন।

Advertisements

এমন অবস্থা চলতে থাকলে ব্যবসা সংকটের মুখে পড়বে। পাশাপাশি এটাও তো সত্য যে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় তাঁরা লাভবানও হয়েছেন। পাঁচ বছর আগে প্রতি ডলার ছিল ৭৮ টাকা, বর্তমানে ১০৬ টাকা হয়েছে। তাঁরা আগে ১০০ ডলারের পণ্য বিক্রি করলে দেশীয় মুদ্রায় পেতেন সাত হাজার ৮০০ টাকা, এখন পাচ্ছেন ১০ হাজার ৬০০ টাকা। এর চেয়েও বড় কথা, শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে পারলে তবেই তো কাজ করবেন। শ্রম বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত শ্রমিকদের মজুরি বাড়ানো না হলে নানাভাবে তা উৎপাদনশীলতাকেই ক্ষতিগ্রস্ত করবে।

অন্যদিকে বাজার যেন তেজি ঘোড়া। শুধুই লাফাচ্ছে। প্রকাশিত অন্য এক খবর থেকে জানা যায়, আসন্ন রমজান উপলক্ষে বাজার অস্থির করার পাঁয়তারা শুরু হয়ে গেছে। রমজানে বেশি প্রয়োজন হয় এমন পাঁচটি পণ্য হচ্ছে সয়াবিন তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পণ্যগুলোর সরবরাহ স্বাভাবিক রয়েছে। এর পরও সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

অথচ কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে এই পণ্যগুলোর মূল্যবৃদ্ধির অশুভ তৎপরতা দেখা যাচ্ছে। শুধু এই পণ্যগুলোই নয়, মাছ, মাংস, মুরগি, ডিম, মসলাসহ প্রায় প্রতিটি পণ্যেরই দাম বাড়ছে। ফলে শুধু পোশাক শ্রমিকরাই নয়, স্থির আয়ের প্রত্যেক মানুষই আজ বিপদগ্রস্ত, বিপর্যস্ত। তাই বিশেষজ্ঞরা মনে করেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেরও উদ্যোগ নিতে হবে। অযৌক্তিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে হবে। আমরা আশা করি, মূল্যস্ফীতির কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন