জানা যায়, শুধু রাজধানীতেই ডাকাতি ও দস্যুতায় পাঁচ শতাধিক দুর্বৃত্ত জড়িত রয়েছে। তাদের বেশির ভাগই ভাসমান। রাজধানীতে অপরাধ করেই আশপাশের এলাকায় পালিয়ে যায়। আইন-শৃঙ্খলা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যেসব অভিযান চলছে, তা যথেষ্ট নয়। কঠোরতম অভিযানের মাধ্যমে এই অপরাধীদের দমন করা না গেলে সমাজে বসবাস করা কঠিন হয়ে পড়বে।
মানুষ এক বেলা কম খেয়ে হলেও শান্তি ও সম্মানের সঙ্গে বসবাস করতে চায়, নিরাপদে ঘুমাতে চায়। মৌলিক চাহিদাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কিংবা শান্তি ও স্থিতি বিঘ্নিত হওয়ায় মানুষ আজ চরমভাবে হতাশ। মানুষের হতাশা যেন আর না বাড়ে সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।