English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

ভবন তুলতে পুকুর ভরাট: শিবচরে প্রকল্পে স্বেচ্ছাচারিতা বন্ধ হোক

- Advertisements -
গণমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, সম্প্রতি ৩১ শয্যার হাসপাতালটিকে ২৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ১০০ শয্যায় সম্প্রসারণে কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ভবন সম্প্রসারণের নামে হাসপাতালের ভেতরে থাকা একটি পুকুর ভরাট করে ফেলেছে তারা। স্বাস্থ্য কমপ্লেক্সটি ১২ বিঘা জমির ওপর। আর পুকুরটি ছিল দুই বিঘার ওপর। পুকুরটিতে প্রতিবছর মাছের পোনা অবমুক্ত করা হতো।

প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে জলাশয় ভরাট নিষিদ্ধ হলেও এর তোয়াক্কাই করা হয়নি। নেওয়া হয়নি জেলা প্রশাসন বা পৌরসভার কোনো অনুমতিও। বেশি ড্রেজার পাইপ বসিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে বালু এনে কয়েক দিনের মধ্যে পুকুরটি ভরাট করা হয়। কোনো ধরনের দরপত্র ছাড়াই কেটে ফেলা হয়েছে সরকারি গাছ।

স্থানীয় সুধীমহল মনে করে, পুকুর ভরাট না করে কর্তৃপক্ষ চাইলে ভবনটি অন্যত্র নির্মাণ করতে পারত। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ঠিকাদার আর স্বাস্থ্য প্রকৌশল বিভাগই বিষয়টি বলতে পারবে। জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বললেন, ‘ভবনের কিছু অংশ পুকুরের ভেতরে পড়েছে শুনেছি। তবে পুকুরটি পুরোপুরি ভরাটের বিষয়ে আমি সেভাবে জানিও না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন