বাংলাদেশে কোনো সরকারি প্রকল্প নির্ধারিত সময়ে শুরু ও শেষ হওয়ার নজির খুব কম। দফায় দফায় সময় বাড়ানো হয় আর তাতে ব্যয়ও বেড়ে যায়। অথচ উন্নত দেশগুলোতে প্রকল্প বিশেষ ব্যতিক্রম না ঘটলে নির্ধারিত সময়েই শুরু ও শেষ হয়। বাংলাদেশে প্রকল্পের কাজ নিয়ে অভিযোগের অন্ত নেই।
প্রকল্পের গাড়ি নিয়ে নানা ধরনের ঘটনা ঘটে। প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য কোটি কোটি টাকা খরচ করে গাড়ি ভাড়া করা হয়। প্রকল্পের বড় কর্তাদের জন্য বিলাসবহুল জিপ কেনার নজিরও আছে। প্রকল্পের কাজ তদারকির জন্য কর্মকর্তাদের গাড়ির প্রয়োজন হতেই পারে। কিন্তু সেসব গাড়ি প্রকল্প শেষে সংশ্লিষ্ট জায়গায় ফেরত যাওয়ার নিয়ম থাকলেও তা যায় না। এবার অনুশাসনে বলা হয়েছে, প্রকল্প শেষ হওয়ার পর ব্যবহৃত যন্ত্রপাতি, সরঞ্জাম, কম্পিউটার ও গাড়ির বিষয়ে অর্থ বিভাগ ও প্রশাসনিক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। আর প্রকল্প শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকল্পের গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে জমা দিতে হবে।
করোনা পেরিয়ে আসা বিশ্ব আজ এক নতুন বাস্তবতার মুখে দাঁড়িয়ে। এই বাস্তবতা স্বীকার করে নিয়ে আমাদের আজ ব্যয়সাশ্রয়ী হতে হবে।