ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি উদ্যোগ, তথা দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এক আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান যথার্থই বলেছেন, ব্যবসায়ীদের আস্থায় নিতে হবে, তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতেই এগিয়ে যেতে হবে।
দেশের জনসংখ্যা ক্রমে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে কর্মসংস্থানের চাহিদা।
ব্যাংকঋণের সুদহার এরই মধ্যে ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে। ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমছে। অনেকের ব্যাংক হিসাব ফ্রিজ করা হচ্ছে। এ প্রসঙ্গে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ব্যাংক হিসাব জব্দ কোনো সমাধান আনতে পারে না।
আইন ও আদালতের প্রক্রিয়ার বাইরে এভাবে ব্যাংক হিসাব স্থগিত করার বিষয়টি পছন্দ করি না।’ এটাকে তিনি আইনসিদ্ধও মনে করেন না। তার মতে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কারো ব্যাংক হিসাব জব্দ করা কাম্য নয়।
দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক ও স্বচ্ছন্দ না হওয়ায় বাজারেও তার প্রভাব পড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, নভেম্বর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮০ শতাংশে দাঁড়িয়েছে।
বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের দুর্ভোগ-দুর্দশা বাড়ছে। এনবিআর চেয়ারম্যানের মতো আমরাও মনে করি, ব্যবসায়ীদের আস্থায় নিতে হবে। তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই অর্থনৈতিক সংকট উত্তরণের চেষ্টা চালাতে হবে।