তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে এবং সরকার সাধ্যানুযায়ী উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সাধ ও সাধ্যের সমন্বয় ঘটছে না কোনোভাবেই।
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লেও ঘাটতি এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, গত সোমবার দিনের বেলায় তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে।
দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৬ হাজার মেগাওয়াট। উৎপাদিত হচ্ছে ১৩ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট পর্যন্ত। জ্বালানিবিশেষজ্ঞ এম শামসুল আলম বলেছেন, প্রকৃত লোডশেডিংয়ের পরিমাণ আরও অনেক বেশি। গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছানো বিতরণ সংস্থার হিসাবেও বাড়তি লোডশেডিংয়ের তথ্য পাওয়া গেছে।