ভরা মৌসুমে খুচরা পর্যায়ে শতক ছুঁয়েছে পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু উদ্যোগও নিচ্ছে। আলু আমদানি করা হচ্ছে। আমদানির খবরে সারা দেশেই আলুর দাম কমে গেছে। বাজার পর্যবেক্ষকদের ধারণা, পেঁয়াজ আমদানি শুরু হলে এটিও ক্রেতার নাগালে চলে আসবে। ওদিকে গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিবসভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বাজারমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নজরদারি করতে বলেছেন। এর আগে মন্ত্রিপরিষদের সভায় পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্য তেল, চিনি, চাল, খেজুুর—এই চার পণ্যে শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসব পণ্যের শুল্ক কমাতে এরই মধ্যে এনবিআরকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিশেষজ্ঞদের মতে, ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ ও তা মেনে চলতে বাধ্য করা প্রয়োজন। বাজারে চাহিদা ও সরবরাহের সামঞ্জস্য নিশ্চিত করতে সময়মতো আমদানির উদ্যোগ নেওয়া দরকার।