English

20 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

বাঁধ অপসারণ জরুরি: মেরে ফেলা হচ্ছে নবগঙ্গা নদী

- Advertisements -
জাতীয় নদী কমিশনের তথ্য অনুযায়ী দেশে নদী রয়েছে এক হাজার আটটি, যদিও এ নিয়ে নদী বিশেষজ্ঞদের প্রবল আপত্তি রয়েছে। তাঁদের মতে, বাংলাদেশে তিন হাজারের কাছাকাছি নদী থাকার তথ্য রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, বর্তমানে কোনো রকমে টিকে আছে ৪৩০টি নদী। অপরিকল্পিত বাঁধ, স্লুইস গেট, দখল ও দূষণে এই নদীগুলোর অবস্থাও এখন সংকটাপন্ন।
বেশির ভাগ নদীতেই বর্ষার দু-তিন মাস ছাড়া পানি থাকে না। আর এসবই হচ্ছে নদী রক্ষার দায়িত্বে থাকা প্রশাসনের অবহেলার কারণে। প্রকাশিত খবর থেকে জানা যায়, ঝিনাইদহে প্রবহমান নবগঙ্গা নদীর আড়াই কিলোমিটারের মধ্যে সাত জায়গায় আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে।
এতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী দ্রুত ভরাট হচ্ছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, এ কাজে নদী রক্ষার বদলে স্থানীয় প্রশাসন প্রভাবশালীদের সহযোগিতা করে যাচ্ছে। নদীর জমির শ্রেণি পরিবর্তন করে তাদের লিজ দেওয়া হয়েছে। সেই লিজের সূত্র ধরে মূল নদীকেই মেরে ফেলা হচ্ছে। উচ্চ আদালত থেকে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে।
এর অর্থ নদী মেরে ফেলার যেকোনো অপচেষ্টা ঘোরতর অপরাধ হিসেবে গণ্য হবে। নদীর প্রবাহ বাধাগ্রস্ত করা নদীকে হত্যারই শামিল। অথচ শুধু নবগঙ্গা নয়, সারা দেশে বহু নদীতেই চলছে ‘প্রভাবশালীদের’ অত্যাচার।
কোথাও প্রশাসন থেকে ইজারা নিয়ে, কখনো ইজারা ছাড়াই চলে এ ধরনের কর্মকাণ্ড। অজ্ঞাত কারণে প্রশাসন এসব দেখেও না দেখার ভান করে থাকে।
অথচ নদী শুকিয়ে গেলে বা প্রবাহ বাধাগ্রস্ত হলে শুধু মাছ নয়, বহু ধরনের জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হয় নদীর প্রতিবেশব্যবস্থা। স্থানীয় লোকজন খরা, জলাবদ্ধতাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই নবগঙ্গা মেরে ফেলার প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে স্থানীয় জনগণ।
গত ১০ অক্টোবর তারা জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। জেলা প্রশাসনকে একটি স্মারকলিপিও দেয়। কিন্তু এখন পর্যন্ত নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ বন্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
আমরা আশা করি, নবগঙ্গা নদীর প্রবাহ বাধাগ্রস্ত করা প্রতিটি বাঁধ দ্রুত অপসারণ করা হবে। পাশাপাশি সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হোক।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন