অনেক স্থানে সড়কের পাশে দোকান বসিয়ে গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করা হচ্ছে। পথচারীদের হেঁটে চলার পথ দখল করে বসানো শত শত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা যেন কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
প্রকাশিত খবরে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তান এলাকার প্রায় সব সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে গেছে। মিরপুর ১০ থেকে ১৪ নম্বরের দিকে যেতে বিআরটিএ অফিসের দিকে বাম পাশের পুরো ফুটপাত অবৈধ দোকানিদের দখলে। আবার রাস্তা দখল করে ভ্যানের পাশাপাশি পার্কিংয়ের কারণে মিরপুর ১০ নম্বর মোড় থেকে সিগন্যাল পেলেও সরু রাস্তায় যানবাহন এগোতে পারে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিতভাবে কাজের উদ্যোগ নেওয়া হলেও সেটি আলোর মুখ দেখেনি। গত সপ্তাহে গুলিস্তানে দুইবার অভিযান চালানো হয়েছে। দুপুরে উচ্ছেদ করলে বিকেলে আবার দখল হয়ে যাচ্ছে। ফুটপাত ছাড়িয়ে রাস্তায়ও অবৈধ দোকানপাট বসছে। ফুটপাত আর সড়ক দখলমুক্ত করলে আবার দখল হয়ে যাচ্ছে।
যানজটের একটি বড় কারণ যানবাহন চলাচল ছাড়া অন্যান্য কারণে সড়ক দখল করে রাখা। অবৈধ পার্কিংয়ের পাশাপাশি ফুটপাতে হকারদের পসরা সাজিয়ে বসাসহ আরো অনেক কারণেই যানজট তীব্রতা পায়। আমাদের প্রত্যাশা, রাজধানীর সব সড়ক ও ফুটপাত অবৈধ দখল এবং পার্কিং মুক্ত করা হবে।