English

22 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
- Advertisement -

ফুটপাত বেদখল: রাজধানীতে অবৈধ পার্কিং

- Advertisements -
বিশ্বে বসবাসের অযোগ্য নগরীগুলোর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম। এর জন্য দায়ী যেসব কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে যানজট। যাতায়াতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় কোটি কোটি টাকার অপচয় হচ্ছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রাজধানী ঢাকার সড়ক ও ফুটপাত দখল এবং রাস্তার ওপর অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তীব্র আকার ধারণ করছে।
ফুটপাত হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীরা রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। অনেক গাড়িচালক সড়কের পাশেই যানবাহন রাখছেন, যা যানজটকে আরো প্রকট করে তুলছে। এই অবস্থা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। নিউমার্কেটের দক্ষিণ গেটে পার্কিংয়ের কারণে মূল রাস্তাটি সরু হয়ে গেছে।
এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল রোড থেকে নিউমার্কেটে যাওয়ার পথে গাউছিয়া মার্কেটের সামনের সড়কে ভ্যান এবং মোটরসাইকেল পার্ক করা হয়। সুযোগ পেলে পার্ক করছে প্রাইভেট কারও। আর ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে সড়কের অবস্থা রীতিমতো ভয়াবহ। কারওয়ান বাজার হয়ে কাঁটাবনের দিকে যেতে সোনারগাঁও সড়কটি অনেক প্রশস্ত হলেও সরু হয়ে যায় সিরামিকের দোকানগুলোর সামনে পিকআপ, ভ্যান, প্রাইভেট কার পার্কিংয়ের কারণে।
চকবাজার, মৌলভীবাজার, মিটফোর্ড, ইসলামপুর, বাংলাবাজার, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন সড়কে গাড়ি পার্ক করায় যানজট নিয়মিত বিষয় হয়ে গেছে।

অনেক স্থানে সড়কের পাশে দোকান বসিয়ে গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করা হচ্ছে। পথচারীদের হেঁটে চলার পথ দখল করে বসানো শত শত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা যেন কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

প্রকাশিত খবরে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তান এলাকার প্রায় সব সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে গেছে। মিরপুর ১০ থেকে ১৪ নম্বরের দিকে যেতে বিআরটিএ অফিসের দিকে বাম পাশের পুরো ফুটপাত অবৈধ দোকানিদের দখলে। আবার রাস্তা দখল করে ভ্যানের পাশাপাশি পার্কিংয়ের কারণে মিরপুর ১০ নম্বর মোড় থেকে সিগন্যাল পেলেও সরু রাস্তায় যানবাহন এগোতে পারে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিতভাবে কাজের উদ্যোগ নেওয়া হলেও সেটি আলোর মুখ দেখেনি। গত সপ্তাহে গুলিস্তানে দুইবার অভিযান চালানো হয়েছে। দুপুরে উচ্ছেদ করলে বিকেলে আবার দখল হয়ে যাচ্ছে। ফুটপাত ছাড়িয়ে রাস্তায়ও অবৈধ দোকানপাট বসছে। ফুটপাত আর সড়ক দখলমুক্ত করলে আবার দখল হয়ে যাচ্ছে।

যানজটের একটি বড় কারণ যানবাহন চলাচল ছাড়া অন্যান্য কারণে সড়ক দখল করে রাখা। অবৈধ পার্কিংয়ের পাশাপাশি ফুটপাতে হকারদের পসরা সাজিয়ে বসাসহ আরো অনেক কারণেই যানজট তীব্রতা পায়। আমাদের প্রত্যাশা, রাজধানীর সব সড়ক ও ফুটপাত অবৈধ দখল এবং পার্কিং মুক্ত করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন