বন্যার পানি নামতে দেরি হওয়ায় নানাভাবে মানুষেরও দুর্ভোগ বাড়ছে। ফসলেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। সংস্কারের অভাবে কোথাও কোথাও প্রাকৃতিকভাবেও পানিপ্রবাহের পথ বন্ধ হয়ে গেছে।
প্রাকৃতিক কারণেই সুনামগঞ্জ বন্যাপ্রবণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জেলা। উত্তরে রয়েছে ভারতের পাহাড়বেষ্টিত সুউচ্চ ভূমি। ভারি বৃষ্টির সময় বিপজ্জনকভাবে নেমে আসে পাহাড়ি ঢল।
প্লাবিত হয় পুরো এলাকা। সেই পানি ভাটির দিকে প্রবাহিত হওয়ার সুযোগ না পেলে কিংবা প্রবাহ বাধাগ্রস্ত হলে স্থানীয় জনগোষ্ঠীর অস্তিত্বই হুমকির মুখে পড়বে। আমরা মনে করি, অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব জায়গায় সেতু দিয়ে আসা পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে সেসব বাধা অবিলম্বে অপসারণ করতে হবে। আমরা আশা করি, জেলা প্রশাসন এ ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে।