English

27 C
Dhaka
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
- Advertisement -

প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে: বোরোতে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা

- Advertisements -
চালের প্রধান সরবরাহ আসে বোরো ধান থেকে। আর এই ধান সেচ, সার ও পোকা দমনের ওপর খুব বেশি নির্ভরশীল। প্রকাশিত খবরে দেখা যায়, দেশের অনেক জেলায় দিনে তীব্র গরম, কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। আবার রাতে শীত অনুভূত হয়।
ভোরবেলা থাকছে কুয়াশাচ্ছন্ন। এক সপ্তাহ ধরে ৪০টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে দেশের ১৮টি জেলার ধানক্ষেতে ব্লাস্ট রোগের আক্রমণের ঝুঁকি অনেক বেড়ে গেছে। ফলে বোরোর উৎপাদন কমে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার বা ইউএসডিএ) বৈদেশিক কৃষিসেবা বিভাগের (এফএএস) ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিকালচারাল প্রডাকশন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ধানের আবাদ কমে যাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে এবার চালের উৎপাদন চার লাখ টন কম হতে পারে। খবরটি নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।এর মধ্যে স্থানীয় কৃষিবিজ্ঞানীরা আশঙ্কা করছেন ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ার এবং উৎপাদনে ব্যাপক প্রভাব পড়ার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, জমিতে পানি না থাকলে এবং তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে ধানের পরাগায়ণ ক্ষতিগ্রস্ত হয়।
এই অবস্থায় বোরো ধানে নিরবচ্ছিন্ন সেচের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি ব্লাস্ট রোগ প্রতিরোধে কার্যকর ওষুধ প্রয়োগের পরামর্শ দিচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এবার ৫০ লাখ ৬৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে খরাপ্রবণ ১৮ জেলায় ১৪ লাখ ৭৫ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে, যা মোট আবাদি জমির প্রায় ৩০ শতাংশ। ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও যশোর।
ফলে এসব এলাকায় ধানের ফলনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। বোরো ধানের বিপর্যয় রোধে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে হবে। সেচ, সার ও কীটনাশকের যেন কোনো সংকট না হয়, তা নিশ্চিত করতে হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন