English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নিন: কার্যক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক

- Advertisements -
দেশে অ্যান্টিবায়োটিকের বহুবিধ অপব্যবহার রয়েছে। সামান্য পেট খারাপ, সর্দিজ্বরসহ নানা কারণেই মানুষ নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন এবং কোর্স সম্পন্ন করেন না। আজকাল হাঁস-মুরগি, গরু-ছাগলকেও মানুষ প্রয়োজনের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দিচ্ছে। মাংসের মাধ্যমে তা চলে আসছে মানবদেহে।
এসব কারণে জীবাণুরা ক্রমশ বেশি করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে জীবাণুঘটিত অনেক গুরুতর রোগেও অ্যান্টিবায়োটিক কাজ করছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় উঠে এসেছে, শুধু ২০১৯ সালে বিশ্বে ১২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে জীবাণুরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার কারণে। এমন পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ।
প্রতিবছর ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল প্রিভেন্টিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স টুগেদার, অর্থাৎ সবাই মিলে রোগজীবাণুর প্রতিরোধক্ষমতা অর্জনকে প্রতিহত করা।
বাংলাদেশে রোগজীবাণু কতটা প্রতিরোধক্ষমতা অর্জন করেছে এবং তার ফলে প্রতিবছর কত মানুষ মারা যাচ্ছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই।
তবে চিকিৎসকদের মতে, তাঁরা রোগীদের মধ্যে ক্রমেই বেশি করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর উপস্থিতি লক্ষ করছেন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক গবেষণায় উঠে এসেছে, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বেশ কিছু রোগের জীবাণুর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ এখন ঠিকমতো কাজ করছে না। ছয় হাজার ৮৬৮ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৮ শতাংশ রোগীর ক্ষেত্রে প্রায় কোনো অ্যান্টিবায়োটিকই কাজ না করার মতো অবস্থা তৈরি হয়েছে।
আগেও বিভিন্ন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এক গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ রোগীর শরীরে বেশ কিছু অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অ্যান্টিবায়োটিক কাজ না করার অর্থ হলো অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও সেই জীবাণু ধ্বংস হবে না।
অসহায়ের মতো রোগীর মৃত্যু তাকিয়ে দেখতে হবে। তার পরও কেন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এত লেখালেখি, আলোচনার পরও মানুষ কেন সচেতন হচ্ছে না?
কালের কণ্ঠে প্রকাশিত খবরে দেখা যায়, গত সোমবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, মৎস্য, পশু ও পোল্ট্রিশিল্পে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে।
এসব প্রাণীর মাংস খেয়ে মানবশরীরেও অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স বা প্রতিরোধক্ষমতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রাণীর চিকিৎসায় ৩৪ ধরনের অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিষিদ্ধ করেছে। বিক্রয়ের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধি-নিষেধ যাতে সঠিকভাবে পালিত হয় সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

অতিরিক্ত চুল পড়লে করণীয়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন