পানিপ্রবাহের জন্য দুটি পাইপ বসানো হয়েছে, কিন্তু বর্ষায় ব্রহ্মপুত্রের কতটুকু পানি দুটি পাইপ দিয়ে প্রবাহিত হতে পারবে? ফলে এক পাশে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তা ছাড়া নদীর পারের ঢালাই করা রাস্তাটি শেখেরচর-মাধবদী বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করছিল স্থানীয় মানুষ। সেই সড়কটি বন্ধ করে দেওয়ায় অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকাটির হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর সেই সড়কের ওপর ভবনই বা নির্মাণ করা হয় কিভাবে? কিন্তু মিল কর্তৃপক্ষ অত্যন্ত প্রভাবশালী হওয়া স্থানীয় মানুষ প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না। সারা দেশেই নদী দখল, দূষণ ও ভরাটের প্রক্রিয়া দিন দিন বেড়েই চলেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন