English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

পরিকল্পিত পদক্ষেপ নিন: ঢাকায় খালের দুরবস্থা

- Advertisements -
রাজধানী ঢাকায় একসময় অর্ধশতাধিক খাল ছিল। অনেক খাল দিয়ে নৌকা চলাচল করত। দৈনন্দিন নানা কাজে মানুষ সেসব খালের পানি ব্যবহার করত। বৃষ্টি হলে মুহূর্তেই পানি খালে নেমে যেত।
বায়ু নির্মল ছিল। ঢাকা ছিল বসবাসের জন্য আকর্ষণীয় একটি শহর। আর আজ সেই ঢাকা পৃথিবীর নিকৃষ্টতম শহরগুলোর একটি। বায়ু সর্বাধিক দূষিত।
বর্ষায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। দখল, দূষণ, ভরাট ও স্থাপনা নির্মাণের কারণে অনেক খালেরই অস্তিত্ব নেই। কিছু খালের অংশবিশেষ টিকে থাকলেও সেগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তেমনি একটি খাল হচ্ছে মিরপুরের প্যারিস খাল।
এর ওপরে কয়েক ফুট উঁচু ময়লার স্তর জমা হয়েছে। ময়লার ওপর দিয়ে হাঁটা যায়। কালের কণ্ঠে প্রকাশিত খবরে দেখা যায়, গত বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম খালের ওপরে থাকা ময়লার স্তরের ওপর দাঁড়িয়ে স্থানীয় জনতার উদ্দেশে বক্তৃতা করেন। দ্রুততম সময়ে তিনি খালটি পরিষ্কার, পুনরুদ্ধার ও সংস্কার করার ঘোষণা দেন। জানা যায়, একসময় মিরপুর-১০-এর কাছে অবস্থিত প্যারিস খালটির প্রস্থ ছিল প্রায় ৪০ ফুট।
রেকর্ড অনুযায়ী খালটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এখন এর প্রস্থ দাঁড়িয়েছে ১০ ফুটেরও কম। খাল দখল করে বাড়িঘর, দোকানপাট, রাস্তা বানানো হয়েছে। খালের কোথাও পানি দেখা যায় না। এটি এখন পুরোপুরি ময়লার ভাগাড়। মেয়র জানান, আজ শুক্রবার থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য এবং স্থানীয় লোকজন নিয়ে খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, ‘আমরা শুরুতে এটি পরিষ্কার করব। এরপর আপনাদের নিয়েই কিভাবে সুন্দর করা যায়, সেটি করব। আমি কথা দিচ্ছি, এই খালের দুই পাশে আমি আপনাদের জন্য, এই এলাকার মানুষের জন্য ওয়াকওয়ে করে দেব।’ মেয়রের এমন ঘোষণা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। দেরিতে হলেও মিরপুরের মানুষ প্যারিস খাল নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ পাচ্ছে।তিন দশকেরও বেশি সময় ধরে নাগরিক সমাজ ঢাকার চারপাশে থাকা নদী, মহানগরীর অভ্যন্তরে থাকা খাল ও জলাশয় রক্ষার দাবি জানিয়ে আসছে। খাল রক্ষায় হাইকোর্ট দফায় দফায় নির্দেশনা দিয়েছেন। ২০১৭ সালে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঢাকার ৫০টি খালের মূল গতিপথ ঠিক রেখে সীমানা নির্ধারণ, সংরক্ষণ, দখলমুক্ত করা ও রক্ষণাবেক্ষণের জন্য কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন। কর্মপরিকল্পনায় খাল দখল ও দূষণকারীদের তালিকা তৈরি এবং খালগুলো কী অবস্থায় রয়েছে, তা উল্লেখ করতে বলা হয়। আমাদের দুর্ভাগ্য যে ঢাকার খাল উদ্ধারে এখনো আমাদের কেবল ঘোষণাই শুনতে হয়।

আমরা চাই, সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে এবং একটি নির্দিষ্ট সময় কাঠামোর মধ্যে ঢাকার সব খাল পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন