English

19 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

পদ্ধতি আরো সহজ করুন: আয়কর রিটার্ন জমায় ধীরগতি

- Advertisements -
সার্বভৌমত্ব রক্ষা, জননিরাপত্তা প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, রাস্তাঘাট ও জনপরিবহনের ব্যবস্থা করাসহ আরো অনেক কাজ রাষ্ট্রকে সম্পন্ন করতে হয়। এ জন্য প্রয়োজন হয় বিপুল অর্থের। সাধারণত কাস্টমস, ভ্যাট ও ট্যাক্সের মাধ্যমে রাষ্ট্র এই অর্থ সংগ্রহ করে। উন্নত দেশগুলোতে নাগরিকরা উন্নত সেবা পাওয়ার লক্ষ্যে অনেক বেশি কর দিয়ে থাকেন এবং কর প্রদানকে তাঁরা নাগরিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেন।
আমাদের মতো দেশগুলোতে করের পরিমাণ যেমন কম, কর প্রদানের হারও কম। তার পরও কর প্রদানে এক ধরনের অনীহা কাজ করে। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, টানা দুই দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর পরও কাঙ্ক্ষিত রিটার্ন জমা না পড়ায় তৃতীয় দফায় সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর পরও রিটার্ন জমায় গতি আসেনি।
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, গত ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৩৬ লাখ ৮৭ হাজার ৬৭ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এর মধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন ১৩ লাখ ১৮ হাজার ২৪১ জন। গত বছর একই সময় ৩৬ লাখ ৬২ হাজার ৮১ জন রিটার্ন জমা দিয়েছিলেন। এর মধ্যে পাঁচ লাখ ২৫ হাজার জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন।
বছর শেষে এর পরিমাণ দাঁড়িয়েছিল ৪৩ লাখেরও কিছু বেশি। জানা যায়, বর্তমানে অনলাইনে রিটার্ন জমায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন করদাতারা। এর মধ্যে রয়েছে সার্ভারে অতিরিক্ত চাপ, সংশোধনী রিটার্নের সুযোগ না থাকা, রেজিস্ট্রেশনে সমস্যা, রিটার্নের ফাইনাল প্রিভিউ ডাউনলোডে সমস্যা, সোনা বা ফার্নিচারের মূল্য অজানা অপশন না থাকায় শূন্য দেওয়া, কল সেন্টারে ফোন দিয়ে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া ইত্যাদি।
এ ছাড়া করদাতারা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণেও রিটার্ন জমায় ভাটা পড়েছে। করদাতারা সংসারের খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন।
মূলস্ফীতির কারণে ক্রমাগতই কমছে তাঁদের প্রকৃত আয়। এই অবস্থায় তাঁরা কর প্রদানের সক্ষমতা হারিয়ে ফেলেছেন। কর আদায় কম হওয়ার আরেকটি বড় কারণ মনে করা হয়, রাজস্ব আদায়কারীদের দুর্নীতি।
এ ছাড়া কর আদায়ে জটিল পদ্ধতি অনুসরণ, করদাতাদের হয়রানি করাসহ অন্যান্য কারণেও মানুষ কর প্রদানে নিরুৎসাহ হয় বলে অনেক বিশেষজ্ঞের ধারণা।
শুধু সময় বৃদ্ধি করা নয়, কর প্রদানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে। কর প্রদান পদ্ধতি আরো সহজ করতে হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন