মূলস্ফীতির কারণে ক্রমাগতই কমছে তাঁদের প্রকৃত আয়। এই অবস্থায় তাঁরা কর প্রদানের সক্ষমতা হারিয়ে ফেলেছেন। কর আদায় কম হওয়ার আরেকটি বড় কারণ মনে করা হয়, রাজস্ব আদায়কারীদের দুর্নীতি।
এ ছাড়া কর আদায়ে জটিল পদ্ধতি অনুসরণ, করদাতাদের হয়রানি করাসহ অন্যান্য কারণেও মানুষ কর প্রদানে নিরুৎসাহ হয় বলে অনেক বিশেষজ্ঞের ধারণা।
শুধু সময় বৃদ্ধি করা নয়, কর প্রদানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে। কর প্রদান পদ্ধতি আরো সহজ করতে হবে।