তাহলে কেন কেজিপ্রতি দুই-তিন টাকা করে বেশি নেবে? যে সবজি বা মাছ আগে কেনা, তা কেন কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়ে যাবে? এটি নিতান্তই অন্যায় লোভ।
বাজারের এই প্রবণতা নতুন নয়। এটি নিয়ন্ত্রণ করতে হবে। স্বাভাবিক সময়ের মূল্যস্ফীতির কারণেই ভোক্তাদের নাজেহাল অবস্থা। উদ্ভূত পরিস্থিতির কারণে তা যেন আরো খারাপ পর্যায়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও স্থানীয় প্রশাসনকে তৎপর হতে হবে। বিশেষ করে কারফিউ চলার সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। অন্যায় মুনাফাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।