গত রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা এ আলটিমেটাম দেন।
মতবিনিময়সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, যেখানে হাত দেওয়া হয়, সেখানেই অনিয়ম। তিনি স্বীকার করেন, আমরা অনেক অনিয়ম বন্ধ করতে পারিনি। সভায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।