English

15 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন: বাজার অস্থির হয়ে উঠছে

- Advertisements -
বাজার ক্রমেই অস্থির হয়ে উঠছে। নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দামই বাড়ছে। অথচ বাজার নিয়ন্ত্রণ বা পণ্যমূল্য যৌক্তিক রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর তেমন কোনো ভূমিকাই চোখে পড়ে না। গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দুই সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি মানভেদে ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা এবং সোনালি মুরগি ছিল ২৪০ থেকে ২৫০ টাকা।
ডিমের দামও বেড়েছে। খুচরায় প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বেড়েছে সবজির দামও। প্রতি কেজি গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
লম্বা বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা, লাউ ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বেড়েছে অন্যান্য সবজির দামও। এদিকে পেঁয়াজের দাম বাড়ছে অব্যাহতভাবে। ভারতের পাশাপাশি পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করার পরও কমছে না দাম। এখন খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

আমাদের বাজারব্যবস্থা সুনিয়ন্ত্রিত না হওয়ায় এখানে নানা ধরনের সিন্ডিকেট কাজ করে। মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় এবং দাম বাড়িয়ে যথেচ্ছ মুনাফা করা হয়। বাজারে দাম বাড়ানোর জন্য আমাদের ব্যবসায়ীদের অজুহাতের অভাব হয় না। এ জন্য বাজারসংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম বাড়াতে হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধ করতে হবে।

অতীতে রাস্তায় রাস্তায় চাঁদাবাজির কারণে দাম বেড়ে যাওয়ার অভিযোগ ছিল। এখনো অনেক ব্যবসায়ী চাঁদাবাজির অভিযোগ করছেন। বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগ সত্য হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। পেঁয়াজ ও আলুর দাম সহনীয় রাখতে সরকার দুটি পণ্যের ওপর থেকে শুল্ক কমিয়েছে। দাম বাড়ছে এমন অন্যান্য পণ্যের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নেওয়া যেতে পারে।

বাজার বিশেষজ্ঞরা মনে করেন, টিসিবির মাধ্যমে বাজারে হস্তক্ষেপ বাড়াতে হবে। কেবল মাঝেমধ্যে দু-একটি অভিযান নয়, বাজার নিয়ন্ত্রণ করতে এবং পণ্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত ও পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। সরবরাহ নির্বিঘ্ন রাখার জন্য আগে থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন