English

22 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

নিশ্চিত হোক বাকস্বাধীনতা: বিওবিসি সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস

- Advertisements -
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যেকোনো ন্যায়ভিত্তিক যৌক্তিক রাজনৈতিক আন্দোলন যে সাফল্য অর্জন করে, কখনো ব্যর্থ হয় না, ৫ আগস্ট তারই প্রমাণ। গত ১৫ বছরে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছে। ঝুঁকিতে পড়েছে গণতন্ত্রের বিকাশ।
রুদ্ধ হয়েছে গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ। স্বাধীনভাবে কথা বলার অধিকারও হারিয়েছিল দেশের মানুষ।
গত শনিবার আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মানুষের সেই হারিয়ে যাওয়া কণ্ঠস্বরের কথাই তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘আমাদের আগামীর দিন হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার।
এর জন্য প্রয়োজন সহযোগিতা, সাহস এবং অমিত ভবিষ্যেক নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার প্রতি অটুট বিশ্বাস।’ বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরো বলেছেন, ‘বাংলাদেশ সব সময় স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং অবিচ্ছেদ্য ইচ্ছাপূরণের দেশ হিসেবে নিজেকে প্রমাণ করেছে।’ বিপ্লবের আকাঙ্ক্ষাগুলো এখনো সবার মনে সতেজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন। মানুষের আকাঙ্ক্ষা কী? আকাঙ্ক্ষা পরিবর্তনের।
দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণের কারণে অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়। অস্বীকার করার উপায় নেই, সুস্থ জনকল্যাণকামী রাজনীতি ও সুশাসন ছিল অধরা। একটি অচলায়তন তৈরি করে রাখা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চারপাশ ছেয়ে গিয়েছিল দুর্নীতিতে।

সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪ সম্মেলনের এবারের থিম, ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’। এ সম্মেলনে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘বিশ্বে নজিরবিহীন বিপর্যয়, বৈষম্য চলছে; এটি বলা অতিরঞ্জিত হবে না।

বিশ্বের কিছু অংশের জীবনযাত্রা স্বাভাবিক। বাকি অংশ বড় বিপর্যয়ের ঝুঁকিতে আছে।’ উল্লেখ করেছেন, শক্তিশালী পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে ফিলিস্তিনে জেনোসাইড ও অন্যত্র হামলা চালাতে সমর্থন-সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও বৈশ্বিক সংকটের বিষয়ে কথা বলেছেন। একটি নতুন সভ্যতা গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

বলেছেন, ‘আমাদের অঞ্চল জলবায়ু পরিবর্তনের ফ্রন্টলাইনে রয়েছে। প্রতিবছর বর্ধিত পানি এবং পরিবর্তিত আবহাওয়ার প্রভাবে আমাদের উপকূলীয় জনগোষ্ঠীর জীবন, ঘরবাড়ি এবং জীবিকা হুমকির মুখে পড়ে। এই সংকট এমন, যা পরবর্তী সময়ের জন্য ফেলে রাখা যায় না; এটি অবিলম্বে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার দাবি রাখে।’ সম্মেলনে অংশ নেওয়া বিদেশি অতিথিদের বাংলাদেশের তরুণ বিপ্লবীদের আবেগ ও আকাঙ্ক্ষার প্রতীক গ্রাফিতি ও চিত্রকর্মগুলো ঘুরে দেখার আহবান জানিয়েছেন তিনি।

বিপন্ন গণতন্ত্রের এ দেশে ইতিবাচক পরিবর্তন আসবে—এটি কিন্তু ভেবেছে দেশের মানুষ। ২০২৪ সালের আগস্ট এক নতুন সূর্যের আলোতে উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। হারিয়ে যাওয়া বাকস্বাধীনতা ফিরে পাক মানুষ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন