English

24 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
- Advertisement -

নির্মাণকাজ মানসম্পন্ন করুন: কলাপাড়ায় বেড়িবাঁধে ধস

- Advertisements -
উপকূলীয় জনজীবনে অস্তিত্বের সংকট ক্রমেই তীব্র হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যত বাড়ছে, সাগর তত বেশি আগ্রাসী হয়ে উঠছে। ক্রমেই নোনা পানিতে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নোনা পানির আগ্রাসন থেকে উপকূলবাসীকে রক্ষায় সরকার বেড়িবাঁধ নির্মাণে বর্ধিত বরাদ্দ দিয়ে যাচ্ছে।
কিন্তু প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে মানুষের দুর্ভোগ ও দুর্দশা কমছে না। এ ছাড়া নির্মাণকাজের মান নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। ফলে নির্মিত বাঁধ টেকসই হচ্ছে না। নির্মাণের পরপরই বাঁধে ফাটল বা ভাঙন দেখা দিচ্ছে।
প্রকাশিত খবরে দেখা যায়, জরুরি মেরামতের এক মাস না পেরোতেই পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলায় বেড়িবাঁধের প্রায় ৩০০ ফুট অংশ সোনাতলা নদীতে ধসে পড়েছে। বাঁধের বিভিন্ন পয়েন্টে ধস ও ফাটল দেখা দিয়েছে। এ কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বেড়িবাঁধঘেঁষা ছয়টি গ্রামের মানুষ। কয়েক হাজার একর জমির আমন চাষ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল এবং তা কেটেও গেছে। এ কারণে কয়েক দিন ধরে ভারি বৃষ্টি হয়েছে। এতে সোনাতলা নদীর পানির উচ্চতা কিছুটা বেড়ে যায়।

এই অবস্থায় গতি শনিবার সকালে জোয়ারের সময় বাঁধের প্রায় ৩০০ ফুট অংশ নদীতে ধসে পড়ে। অথচ গত জুন মাসে ১০ লাখ টাকা ব্যয়ে এই বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কার করেছিল কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দুই-তৃতীয়াংশ মানুষ চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে। নোনা পানির আগ্রাসনে তারা বসতবাড়ি ও কৃষিজমি হারাবে। বেশির ভাগ মানুষ উদ্বাস্তু জীবন শুরু করতে বাধ্য হবে। শুধু তা-ই নয়, উপকূলীয় এলাকায় মিঠা পানির মাছ এবং জলজ প্রাণী ও মিঠা পানিভিত্তিক উদ্ভিদ পর্যন্ত অস্তিত্ব হারাবে।
এ অবস্থা থেকে রক্ষা পেতে উপকূলীয় বেড়িবাঁধ উঁচু, প্রশস্ত ও মজবুত করে গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু সেই বেড়িবাঁধের এমন নাজুক অবস্থা কেন?
স্বাভাবিক জোয়ার ও বৃষ্টির পানিতে যে বেড়িবাঁধ ভেঙে যায়, সেই বাঁধ অস্বাভাবিক জোয়ার বা জলোচ্ছ্বাসের ধাক্কা সামলাবে কেমন করে? আমরা চাই, অবিলম্বে কলাপাড়ার ভাঙা বেড়িবাঁধ মেরামত করা হোক। পাশাপাশি বেড়িবাঁধ নির্মাণে যথাযথ মান নিশ্চিত করা হোক।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন