বিলসের মতে, কর্মস্থলে নিরাপত্তাবেষ্টনী ও ভালো নিরাপত্তা জাল না থাকা, দুর্বল মাচার ব্যবহার, এলোমেলোভাবে ইট, রড, বালু, সিমেন্টসহ নির্মাণসামগ্রী রাখা, ভালো সিঁড়ি, আধুনিক যন্ত্র ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং হেলমেট, বেল্ট ও বুট ব্যবহার না করার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
দেশের প্রচলিত আইনে নির্মাণ খাতের শ্রমিকদের জন্য কর্মস্থলের নিরাপত্তা বিধান এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করার কথা স্পষ্টত উল্লেখ করা আছে।
কর্মকালীন একজন শ্রমিককে কী কী নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে জাতীয় বিল্ডিং কোডে তার বিস্তারিত উল্লেখ থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তা মানা হয় না। ২০১৪ সালের জাতীয় ভবন নির্মাণ বিধিমালা অনুযায়ী কাজের সময় কর্মরত শ্রমিকের মাথায় হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়।
যাঁরা কংক্রিটের কাজে যুক্ত তাঁদের হাতে গ্লাভস এবং চোখের জন্য ক্ষতিকর কাজে বিশেষ চশমা পরিধান করতে হবে। মালিক ও ঠিকাদারকে এটি নিশ্চিত করতে হবে। শ্রমিকদেরও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া উঁচু ভবনে কাজ না করার বিষয়ে সচেতন করতে হবে।
নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ায়। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।