English

23 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

নিরাপদ হোক এ শহর ব্যাংক কর্মকর্তার মৃত্যু

- Advertisements -
সব মানুষেরই কিছু স্বপ্ন থাকে। সেই স্বপ্নপূরণে মানুষের পথচলা। এই স্বপ্নযাত্রায় আরো অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়। বিনিময় হয়।
মানুষের স্বপ্ন ছড়িয়ে যায় আরো অনেকের মধ্যে। স্বপ্নের জাল বুনতে বুনতে মানুষের একটি জীবন পার হয়ে যায়। একজন মানুষকে ঘিরেও আবর্তিত হয় একটি পরিবারের স্বপ্ন। বন্ধু-স্বজন হাত বাড়িয়ে দিলে সহজ হয়ে যায় স্বপ্নযাত্রা।
কিন্তু সেই স্বপ্নযাত্রা যদি বাধাগ্রস্ত হয়? যদি অকস্মাৎ কোনো দুর্ঘটনা কেড়ে নেয় একজন মানুষের, একটি পরিবারের স্বপ্ন, তাহলে?
প্রতিদিনের মতোই কর্মস্থলে গিয়েছিলেন তিনি, কিন্তু কর্মস্থল থেকে ফেরা হলো না। যে ঘর থেকে বেরিয়েছিলেন, সেই ঘরে ফেরা হলো না তাঁর। সন্তানকে বুকে টেনে নেওয়া হলো না। কত স্বপ্ন ছিল, পূরণ হলো না সেই স্বপ্ন।একটি পরিবার শুধু স্বজনই হারাল না, পথ হারাল এক স্বপ্নযাত্রা।
প্রতিদিন ঘর থেকে বেরিয়ে গিয়ে নির্দিষ্ট সময়ে ঘরে ফেরা, সেই চেনা রুটিনের ব্যতিক্রম ঘটল গত বৃহস্পতিবার সন্ধ্যায়।
দীপান্বিতা সানা সবার কাছে পরিচিত দীপু সানা নামে। প্রতিদিন যে সহকর্মীদের সঙ্গে কর্মস্থলে যান, বৃহস্পতিবারও গিয়েছিলেন তাঁদের সঙ্গে। তাঁদের সঙ্গেই ফিরছিলেন।

বাসার কাছাকাছি নেমে হেঁটে ফিরছিলেন নিজের বাসায়। সেখানে অপেক্ষায় ছিল তাঁর শিশুসন্তান। দীপুও তো সন্তানকে বুকে টেনে নিয়ে দিনের সব ক্লান্তি ভুলে যাওয়ার অপেক্ষায় ছিলেন। ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ ওপর থেকে একটি কংক্রিটের ব্লক পড়ল তাঁর মাথায়।

সহকর্মীরা এসে পেলেন মৃত দীপু সানাকে। স্বামী এসে দেখলেন তাঁর প্রিয়তমা স্ত্রী আর নেই। ঘরে সন্তানের অপেক্ষার পালা তো আর এ জীবনে শেষ হবে না। কিছু বুঝে ওঠার বয়স হওয়ার আগেই পৃথিবীর পরম নির্ভরতা মাকে হারাল সে।

এ শহর কবে বাসযোগ্য হবে? নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে প্রতি পদে। দীপু সানা তার শেষ প্রমাণ। এ শহরে নির্মাণসামগ্রী রেখে দেওয়া হয় রাস্তায়। ফুটপাত চলে যায় অন্যের দখলে। বড় বড় ভবন ওঠে নিরাপত্তাবেষ্টনী ছাড়াই। নির্মাণাধীন ভবনের সামনে একটি নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়েই যেন সবার দায়িত্ব শেষ।

দীপু সানার স্বামী বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত হোক। নিরাপদ হোক এ শহর। এমন অকালমৃত্যু দেখতে চাই না আমরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন