দেশে ভবন তৈরিতে ইমারত নির্মাণ বিধিমালা মানা হয় না বললেই চলে। একটি সহযোগী দৈনিকে প্রকাশিত খবর থেকে জানা যায়, ২০১৮ সালে রাজউকের এক জরিপে উঠে এসেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও পল্লবীর ৯৪.৭৬ শতাংশ ভবন, রামপুরা, মতিঝিল ও খিলগাঁওয়ের প্রায় ৯৭ শতাংশ ভবন এবং ধানমণ্ডি এলাকার প্রায় ৮৯ শতাংশ ভবন রাজউকের নকশার ব্যত্যয় ঘটিয়ে তৈরি করা হয়েছে। এখন এই লাখ লাখ ভবনের কি প্রতিকার করা হবে?ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা হয় না বলেই কি নকশার ব্যত্যয় করার ঘটনা এভাবে বৃদ্ধি পাচ্ছে? অথচ এসব ভবনে যারা ফ্ল্যাট কিনে কিংবা ভাড়া নিয়ে থাকতে যায় তারা বিপদের মুখোমুখি হচ্ছে।