রাজধানী ঢাকার যে কয়েকটি স্পট মাদকের জন্য পরিচিত, তার মধ্যে একটি হলো মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প।মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া অর্ধলাখ অবাঙালির বসবাস এখানে। স্বাধীনতার পর ধীরে ধীরে এই এলাকা পরিণত হয়েছে মাদকের আখড়ায়। জেনেভা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালায়, কিন্তু এখানকার মাদক ব্যবসা থামছে না।
গত সেপ্টেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও যৌথ বাহিনীর অভিযানে এক শীর্ষ মাদক কারবারিসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে ছিল তিন নারী মাদক কারবারি। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
জেনেভা ক্যাম্প এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং নিয়মিত ফুট প্যাট্রল ও ব্লক রেইড হচ্ছে। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সম্প্রতি ১৮০ জন গ্রেপ্তার হয়েছে।
তারা পেশাদার সন্ত্রাসী। বেশির ভাগই কিশোর-তরুণ গ্যাংয়ের সদস্য। গ্রেপ্তার হওয়া একেকজনের বিরুদ্ধে তিন থেকে ২৫টি পর্যন্ত মামলা রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, মাদক চোরাচালানের গডফাদারদের আইনের মুখোমুখি করে উপযুক্ত শাস্তি দিতে না পারলে মাদকের বিস্তার রোধ করা যাবে না। পাশাপাশি মাদকের অপব্যবহার রোধে পরিবারকেও আরো সচেতন হতে হবে।