বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে ২২৮ জন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই তিন মাসে হত্যার শিকার ১২৫ শিশুর মধ্যে ৫৩ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। এরপর রয়েছে শূন্য থেকে ছয় বছরের মধ্যে ৩২ জন, সাত থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ২৬ জন।
বড় হয়ে যে শিশুরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের হাল ধরবে, তাদের সঙ্গে কেন এই নিষ্ঠুর আচরণ? মানুষের মানবিক বৈশিষ্ট্যগুলো কি হারিয়ে যেতে বসেছে? সমাজে যেন বিকারগ্রস্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যৌন নির্যাতনসহ শিশু নির্যাতনের ঘটনা তাই উদ্বেগজনক হারে বাড়ছে।
কাজেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো তৎপর হতে হবে। বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে সমাজ অপরাধমুক্ত হবে।