English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

নিয়ন্ত্রণে কঠোর হতে হবে: বাড়ছে মাদকের ব্যবহার

- Advertisements -
সারা দেশে ছড়িয়ে পড়ছে সর্বনাশা মাদক। বাড়ছে মাদকসেবীর সংখ্যা। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদকের প্রভাব সামাজিক বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরকারের জিরো টলারেন্স নীতিও মাদক আসা, বিক্রি ও ব্যবহার বন্ধ করতে পারছে না। ফলে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। কিশোর-তরুণদের কাছে মাদক সহজলভ্য হয়ে উঠছে। তরুণী-কিশোরীদের মধ্যেও এই সংখ্যা ক্রমেই বাড়ছে।
মাদকের অপব্যবহার শুধু মাদকেই সীমিত থাকে না, আরো বহু অপরাধের কারণ হয়। অন্যদিকে মাদকসেবীরা যেমন পরিবারের জন্য, তেমনি সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁঁড়ায়।
সময়ের ব্যবধানে মাদকের উপকরণে বদল ঘটছে। ডিএনসি ও পুলিশের তথ্য নিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশে বর্তমানে ৩০ ধরনের মাদকদ্রব্য বেচাকেনা হয়।
বাংলাদেশে প্রচলিত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, ইয়াবা ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা হয় ইয়াবা। ইয়াবার উৎস মিয়ানমার। বছরখানেক আগে পরিচিতি পায় আইস নামের এক নতুন মাদক। যুক্তরাষ্ট্রে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া সিনথেটিক মাদক ‘জোম্বি ড্রাগ’ যেন বাংলাদেশে ছড়াতে না পারে সে বিষয়ে সম্প্রতি সতর্কতা জারি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এই মাদকটি মানবদেহে মারাত্মক ইনফেকশন, দৃষ্টিভ্রম, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এটি অল্প পরিমাণে সেবন করলে সেবনকারী বাস্তব ভুলে কল্পনার জগতে বিচরণ করে।
সামান্য বেশি সেবনে মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে।’ ‘জোম্বি ড্রাগ’ কোনো একক মাদকের নাম নয়। ‘জাইলাজিন’ নামের একটি ট্রাংকুইলাইজার গরু বা ঘোড়ার ক্ষেত্রে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। সেই ওষুধ নিয়ে নেশা করছে যুক্তরাষ্ট্রের মাদকসেবীরা।
প্রভাব ও স্থায়িত্ব বাড়ানোর জন্য কখনো কখনো এর সঙ্গে মেশানো হচ্ছে ফেন্টানিল, হেরোইন, কোকেনের মতো অন্য মাদক। ওষুধটি যেহেতু ট্রাংকুইলাইজার, সে জন্য এই মাদককে ট্রাংকও বলা হয়।
ডিএনসি, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ডের বার্ষিক সর্বশেষ যৌথ প্রতিবেদনের তথ্য নিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি বছরের ১০ মাসে দেশের বিভিন্ন থানায় এক লাখ ১০ হাজারের বেশি মামলা হয়েছে।
এতে এক লাখ ৪৮ হাজারের বেশি আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ১০ মাসে অধিদপ্তর ৮৫ হাজার ৮৬৫টি অভিযান চালিয়েছে। মামলা করেছে ২৩ হাজার ৩৯২টি। এসব মামলায় আসামি ২৪ হাজার ৮৮৯ জন।
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে অনেক আগেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে, কিন্তু তার পরও থেমে নেই মাদকের কারবার। বাড়ছে আসক্তের সংখ্যা। তরুণসমাজে মাদকাসক্তি ভয়ংকর রূপ নিচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাদক সিন্ডিকেট। মাদকাসক্তরাও জড়িয়ে পড়ছে নানা অপরাধে। মাদকের প্রভাব সামাজিক বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এভাবে চলতে থাকলে সমাজ ক্রমেই পঙ্গু হয়ে যাবে, সব উন্নয়ন প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে। তাই মাদকের এই বিস্তার নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাওয়ার আগেই সর্বাত্মকভাবে তা প্রতিরোধের উদ্যোগ নিতে হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

অতিরিক্ত চুল পড়লে করণীয়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন