ক্ষমাপ্রাপ্ত প্রবাসীরা চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশে ফেরেন। দেশে ফেরত আসার পর থেকে এই প্রবাসীরা ঋণের বোঝা, বেকারত্ব, অসচ্ছলতায় পরিবার নিয়ে দুর্ভোগের মধ্যে জীবন কাটাচ্ছেন।
গত শনিবার ফেরত আসা প্রবাসীদের প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে কথা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। শুধু আর্থিক সহযোগিতা নয়, এর পাশাপাশি আরো কিছু পরিকল্পনা করা হয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আরব আমিরাত থেকে ফিরে আসা কর্মীরা চাইছেন তাদের যেকোনো একটি রাষ্ট্রে পুনর্বাসন করা হোক।