বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। যে কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারেননি, তাঁদের মধ্যে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া কর্মীদের সবার টাকা দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। আর কর্মীরা যে রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট ও টাকা জমা দিয়েছেন, সেই প্রতিষ্ঠানকেই অর্থ ফেরত দিতে হবে।
আমরা জানি, বিদেশে পাঠানোর জন্য এসব তরুণের পরিবারকে কতটা কষ্ট করতে হয়। জমিজিরাত বিক্রি করতে হয়। ধারদেনা করতে হয়। আমরা আশা করি, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অর্থ দ্রুততম সময়ে ফেরত দেওয়া হবে।